কক্সবাজারের টেকনাফের নাফ নদের চরে কাঁকড়া ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে নাফ নদের জালিয়ারদিয়া–সংলগ্ন (পূর্ব পাশে) লালদিয়া নামে একটি চরে এ ঘটনা ঘটে। লালদিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের পাশে।
নিহত তরুণের নাম মোহাম্মদ জোবায়ের (১৯)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ আবদুল হামিদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, মাইন বিস্ফোরণে আরও দুই রোহিঙ্গা আহত হয়েছেন। তাঁরা হলেন হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা কামাল হোসেনের ছেলে মোহাম্মদ শাহ আলম ওরফে জাবের এবং ২৭ নম্বর আশ্রয়শিবিরের আবদুর রহিমের ছেলে মো. আবদুস শুক্কুর। আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর।