গভীর রাতে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। গতকাল রোববার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে থেমে থেমে ৪০-৪৫টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এ বিস্ফোরণ। আবার রাত তিনটা থেকে কিছুক্ষণ পরপর একই রকম বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান বাসিন্দারা, যা আজ সোমবার বিকেল চারটা পর্যন্তও অব্যাহত আছে।
টেকনাফে বসবাসরত বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্ফোরণের কথা জানান। এভাবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তে বাসিন্দাদের মধ্যে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, প্রায় সাড়ে তিন মাসের বেশি সময় ধরে মিয়ানমার থেকে বিকট শব্দ ভেসে আসছে। তবে গতকাল রাতের শব্দগুলো ছিল ভয়ংকর। সীমান্তের বসতবাড়ি ও দালান কেঁপে উঠছে।
বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিরা কী ঘটনা জানতে চেয়ে ফোন করছেন।